Wellcome to National Portal

# নালী  ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধনের সকল কার্যক্রম চলমান আছে। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন করা যাবে। # জরুরি যোগাযোগ ০১৭৫৩৪৩২০৯৯ 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কি ভাবে পাবেন

কি সেবা

কিভাবে পাবেন

মন্তব্য

নামজারী ও জমাভাগ

নামজারী ও জমাভাগ একত্রী করণের জন্য ১০/- টাকার কোর্ট ফি দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর সরকারী নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে ছবি ও প্রয়োজনীয় দলিল পত্রের ফটোকপি/ওয়ারিশানন সার্টিফিকেট/ ফারায়েজ এর সত্যায়িত কপি, এস,এ ও  আর,এস পর্চার সার্টিফাইট কপি দিতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্তের পুর্বক প্রস্তাব প্রেরণ করবেন। প্রস্তাব প্রাপ্তির পর সহকারী কমিশনার (ভূমি) কর্তর্ৃক শুনানী গৃহীত হবে। শুনানীর সময় মূল দলিল ,পর্চা সাথে নিয়ে আসতে হবে। প্রস্তাবটি মঞ্জুর হলে এ অফিস হতে নূন্যতম ২৪৫/- জমা দিয়ে ডি,সি, আর ও খারিজ খতিয়ান দেয়া হবে।

 

 

নামজারী/ জমা একত্রিকরণ

কোন ব্যক্তির মৃত্যুর পর  তার ওয়ারিশগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর  নিকট  হতে মৃত্যু ও ওয়ারিশ সনদ সংগ্রহ করে  সহকারী কমিশনার (ভূমি) এঁর নিকট নামজারীর জন্য আবেদন করবেন। আবেদন পর্যালোচনা করে ওয়ারিশগনের নাম জোত ভূক্ত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আদেশ দিবেন।

 

 

ভূ: উ: কর

ভূ:উ:কর পরিশোধ করতে হলে এস,এ/আর,এস/ খারিজের পর্চাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে এবং খাজনা / ভূ: উ: কর পরিশোধ করতে হবে।

 

 

অর্পিত সম্পত্তির ইজারা নবায়ন

অর্পিত সম্পত্তি নবায়নের ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১০/- টাকার কোর্ট ফি সহ আবেদন করতে হবে। জমির শ্রেণী ও অবকাঠামোর ভিত্তিতে লীজমানি নির্ধারিত টাকা উপজেলা ভূমি অফিসে পরিশোধ করে ডি,সি, আর সংগ্রহ করতে হবে।

 

খাস জমি বন্দোবস্ত

কৃষি খাস জমি:কৃষি খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য ভূমিহীন দরিদ্র পরিবারকে আবেদন করতে হবে। আবেদনের সাথে ছবি, ভূমিহীন সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র দিতে হবে।

 

অকৃষি খাসজমি:অকৃষিখাস জমিবন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রাণালয়ের অনুমতি স্বাপেক্ষে বর্তমান বাজার মূল্যে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়।

 

চান্দিনা ভিটি বন্দোবস্ত

চান্দিনা ভিটি ১ বছরের জন্য বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে ১০/- টাকার কোর্ট ফি সহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।  চান্দিনা ভিটি নবায়নের জন্য বাংলা বছরের শুরুতে একই নিয়মে আবেদন করতে করুন।

 

জমির শ্রেণী পরিবর্তন

জন স্বার্থে জমির শ্রেণী পরিবর্তন করতে হলে জেলা প্রশাসক বরাবর ১০/- টাকার কোর্ট ফি দিয়ে আবেদন  করতে হবে।

 

 

সিকস্তি - পয়স্তি

(নদী ভাঙ্গা এবং নতুন চর জাগা)

 নদীর তীরবর্তী এলাকা ভাঙ্গা এবং নতুন জেগেউঠা চর পরিমাপ করে উর্দ্ধতন  কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরন করা হয়।